🔔 সর্বশেষ:
লোড হচ্ছে...

অনলাইন বিজ্ঞাপন ব্যবসায় গুগল অবৈধভাবে একচেটিয়া ক্ষমতা তৈরি করেছে: মার্কিন বিচারক

 

গুগল সদরদপ্তর সিলিকন ভ্যালি
গুগল সদরদপ্তর সিলিকন ভ্যালি



অনলাইন বিজ্ঞাপন ব্যবসায় গুগল অবৈধভাবে ‘একচেটিয়া ক্ষমতা’ তৈরি করেছে। যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ার একজন ফেডারেল বিচারক গতকাল বৃহস্পতিবার এই রুল দিয়েছেন।


এই রুল একটি আধুনিক ওয়েবসাইট চালানোর মৌলিক অর্থনীতিকে নতুন রূপ দিতে পারে বলে ধারণা করা হচ্ছে। রুলের বিরুদ্ধে আপিল করা হবে বলে জানিয়েছে প্রযুক্তি জায়ান্ট গুগল।

গুগলের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগসহ ১৭টি অঙ্গরাজ্য মামলা করে। মামলায় অভিযোগ করা হয়, কোন বিজ্ঞাপন অনলাইনে যাবে, কোন স্থানে বসবে—ইত্যাদি নির্ধারণকারী প্রযুক্তিতে অবৈধভাবে আধিপত্য বিস্তার করছে গুগল।

গতকাল ভার্জিনিয়ার ডিস্ট্রিক্ট জজ লিওনি ব্রিনকেমা তাঁর রুলিংয়ে বলেন, গুগল ইচ্ছাকৃতভাবে একের পর এক প্রতিযোগিতাবিরোধী কাজে লিপ্ত হয়েছে, যা গুগলকে বাজারে একচেটিয়া ক্ষমতা অর্জন ও তা বজায় রাখতে সক্ষম করেছে।

রুলিংয়ে বলা হয়, এই আচরণ গুগলের প্রকাশক গ্রাহক, প্রতিযোগিতামূলক প্রক্রিয়া ও উন্মুক্ত ওয়েবে তথ্যের ভোক্তাদের যথেষ্ট ক্ষতি করেছে।

গুগলের এই ধরনের চর্চা প্রতিযোগীদের প্রতিযোগিতা করার ক্ষমতা থেকে বঞ্চিত করেছে বলে বিচারক তাঁর রুলিংয়ে উল্লেখ করেন।
গতকালের রুলিংয়ের মধ্য দিয়ে এক বছরে মার্কিন আদালতে অ্যান্টিট্রাস্ট আইনের দুটি মামলায় গুগল হেরে গেল।

বিবিসির প্রতিবেদনে বলা হয়, গতকাল যে মামলায় গুগলের বিরুদ্ধে রুলিং হয়, তাতে মোট তিনটি অভিযোগ আনা হয়েছিল। এর মধ্যে দুটিতে গুগল হেরেছে। আর একটি অভিযোগ নাকচ করা হয়েছে।

আদালতের রুলিংয়ের পর গুগলের রেগুলেটরি অ্যাফেয়ার্সের ভাইস প্রেসিডেন্ট লি-অ্যান মুলহোল্যান্ড এক বিবৃতিতে বলেন, ‘আমরা এই মামলার অর্ধেক জিতেছি। বাকি অর্ধেকের জন্য আমরা আপিল করব।’

রায়ের বিষয়ে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া দেয়নি যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ।
Previous Post Next Post

نموذج الاتصال