![]() |
YouTube logo |
প্রযুক্তি ডেস্ক:
সামাজিক যোগাযোগমাধ্যমে দিন দিন ছোট ভিডিওর জনপ্রিয়তা বাড়ছে। এই প্রেক্ষাপটে শর্টস নির্মাতাদের কাজ আরও সহজ ও সৃজনশীল করতে ইউটিউব নিয়ে এসেছে পাঁচটি নতুন সুবিধা। গুগল ডিপমাইন্ডের তৈরি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে এখন আরও দ্রুত ও মানসম্মত ভিডিও তৈরি করা যাবে।
ইউটিউব জানিয়েছে, নতুন এসব ফিচার নির্মাতাদের সময় বাঁচানোর পাশাপাশি কনটেন্টের মান বাড়াবে। চলুন এক নজরে দেখে নেওয়া যাক ইউটিউব শর্টসের নতুন ৫ সুবিধা।
১. অ্যাপভিত্তিক উন্নত ভিডিও সম্পাদনা
নতুন এ ফিচারের মাধ্যমে ব্যবহারকারীরা অ্যাপ থেকেই ভিডিওর দৈর্ঘ্য কমানো-বাড়ানো, গান ও টেক্সট যোগ, ক্লিপের বিন্যাস পরিবর্তন কিংবা নির্দিষ্ট অংশ বাদ দিতে পারবেন। ফলে ভিডিও সম্পাদনা আরও সহজ হবে।
২. ভিডিওর সঙ্গে গানের স্বয়ংক্রিয় সামঞ্জস্যতা
গান যুক্ত করা এখন আরও সহজ হবে। ভিডিও ক্লিপগুলো স্বয়ংক্রিয়ভাবে গানের সুর ও বিটের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হবে। এতে সময় সাশ্রয় হবে এবং ম্যানুয়ালি মিলিয়ে নেওয়ার প্রয়োজন পড়বে না।
৩. ছবি দিয়ে শর্টস টেমপ্লেট তৈরি
এই ফিচারের মাধ্যমে ফোনের গ্যালারিতে থাকা ছবি ব্যবহার করে শর্টস টেমপ্লেট তৈরি করা যাবে। ব্যবহারকারীরা এতে বিভিন্ন ধরনের ভিজ্যুয়াল ইফেক্টও যোগ করতে পারবেন।
৪. কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর স্টিকার
টেক্সট প্রম্পট ব্যবহার করে সহজেই এআই-চালিত স্টিকার তৈরি করে ভিডিওতে যুক্ত করা যাবে। এতে ভিডিও আরও সৃজনশীল ও দর্শনীয় হবে।
৫. জেনারেটিভ এআই টুল ‘ব্রেইনস্টর্মিং বাডি’
এই নতুন টুলটি নির্মাতাদের ভিডিও আইডিয়া খুঁজে পেতে, উপযুক্ত শিরোনাম নির্ধারণ এবং থাম্বনেইল ডিজাইন করতে সাহায্য করবে। এটি নির্মাতাদের জন্য একপ্রকার কনটেন্ট সহায়ক বন্ধু হিসেবে কাজ করবে।