![]() |
ছবি bbc সংগ্রহীত |
ভ্যাটিকানের তরফে জানানো হয়েছে, শনিবার স্থানীয় সময় সকাল ৮টায় পোপের শেষকৃত্য হবে। শেষকৃত্যের কাজ সম্পন্ন হবে ভ্যাটিকান সিটির সেন্ট পিটার্স ব্যাসিলিকায়।
শেষকৃত্যের হবে ভ্যাটিকান সিটির সেন্ট পিটার্স ব্যাসিলিকা গির্জায়।মঙ্গলবার প্রয়াত পোপের ছবি প্রকাশ্যে এনেছে ভ্যাটিকান। সেই ছবিতে দেখা যাচ্ছে সান্টা মার্তা চ্যাপেলে কাঠের খোলা কফিনে শায়িত রয়েছে পোপের দেহ। পোপ ফ্রান্সিসকে লাল পোশাকে সাজানো হয়েছে। পাশে দাঁড়িয়ে রয়েছেন সুইস প্রহরীরা। সংবাদ সংস্থা এপি জানিয়েছে, সাধারণ মানুষ বুধবার সকাল থেকে সেন্ট পিটার্স ব্যাসিলিকা গির্জায় পোপকে শেষশ্রদ্ধা জানাতে পারবেন।
সোমবার ভ্যাটিকানের তরফে একটি ভিডিয়োবার্তায় জানানো হয়, সকাল ৭টা ৩৫ মিনিটে (স্থানীয় সময় অনুসারে) ভ্যাটিক্যানে তাঁর বাসভবন কাসা সান্টা মার্টায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন পোপ।
রবিবারই খ্রিস্টান ক্যাথলিক ধর্মালবলম্বীদের উদ্দেশে ইস্টারের বার্তা দিয়েছিলেন পোপ ফ্রান্সিস। সেন্ট পিটার্স ব্যাসিলিকার অলিন্দ থেকে নিজের বার্তা শুনিয়েছিলেন তিনি। তাঁর কথা শোনার জন্য ভ্যাটিক্যান স্কোয়্যারে ভিড় করেছিলেন হাজার হাজার মানুষ। দীর্ঘ দিন ধরে নিউমোনিয়া সংক্রান্ত সমস্যায় ভুগছিলেন ৮৮ বছর বয়সি পোপ ফ্রান্সিস। হাসপাতালে চিকিৎসা চলছিল তাঁর। গত কয়েক মাসে বেশ কয়েক বার তাঁকে হাসপাতালে ভর্তি করাতে হয়েছিল। গত ১৪ ফেব্রুয়ারি শ্বাসনালির প্রদাহ (ব্রঙ্কাইটিস) সংক্রান্ত সমস্যা নিয়ে হাসপাতালে ভর্তি করানো হয় পোপকে। পরে ভ্যাটিক্যান থেকে জানানো হয়, তাঁর নিউমোনিয়া সংক্রান্ত সমস্যা রয়েছে। তাঁর রক্তে অনুচক্রিকার মাত্রা কমে গিয়েছিল এবং প্রায় অ্যানিমিয়ার মতো পরিস্থিতি তৈরি হয়েছিল। সেই কারণে তাঁর শরীরে রক্ত পরিবর্তন (ব্লাড ট্রান্সফিউশন) করাতে হয়েছিল।
Tags
আন্তর্জাতিক