চীনা ইন্টারনেট জায়ান্ট টেন্সেন্টের সঙ্গে বৈঠক করেছে বাংলাদেশ সরকার। তারাও বাংলাদেশে আসতে আগ্রহ প্রকাশ করেছে।
Tencent

সোমবার সামাজিকমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে এমন তথ্য জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব।
তিনি বলেন, বাংলাদেশে এসেছে মার্কিন জায়ান্ট স্টারলিংক।
সোমবার তাদের লাইসেন্স আবেদন অনুমোদন করেছেন প্রধান উপদেষ্টা। বাংলাদেশে বিগ টেক জায়ান্ট আসার যাত্রাটা প্রধান উপদেষ্টা ড ইউনূসের হাত ধরেই শুরু হলো। এভাবে আসবে আরো অনেকেই।
‘আজ আমরা চাইনিজ জায়ান্ট টেন্সেন্টের সাথে অফিশিয়ালি বসেছি।
তারাও বাংলাদেশে আসতে আগ্রহ প্রকাশ করেছে। আমরা তাদেরকে দ্রুততম সময়ে পলিসি সাপোর্টের আশ্বাস দিয়েছি,’- বলেন তিনি।
টেনসেন্ট হোল্ডিংস লিমিটেড ১৯৯৮ সালে প্রতিষ্ঠিত একটি চীনা বহুজাতিক হোল্ডিং কোম্পানি। তারা বিভিন্ন ইন্টারনেট-সংশ্লিষ্ট পণ্য এবং সেবা, বিনোদন, কৃত্রিম বুদ্ধিমত্তা ও প্রযুক্তির বিষয়ে চীন এবং বিশ্বব্যাপী সেবা প্রদান করে।
টেনসেন্ট সম্পর্কে সংক্ষেপে
টেনসেন্ট হোল্ডিংস লিমিটেড ১৯৯৮ সালে প্রতিষ্ঠিত একটি চীনা বহুজাতিক প্রযুক্তি কোম্পানি। কোম্পানিটি ইন্টারনেট-ভিত্তিক সেবা, সামাজিক যোগাযোগ, মোবাইল গেমস, বিনোদন, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং অন্যান্য প্রযুক্তিপণ্য নিয়ে কাজ করে। WeChat, QQ, PUBG Mobile, এবং Riot Games-এর মালিকানা টেনসেন্টের অধীনে।
Tags
অর্থনৈতিক