🔔 সর্বশেষ:
লোড হচ্ছে...

চৌদ্দগ্রামে জামায়াত কর্মীর নামে অপপ্রচার, পরে যা জানা গেল।

গত কাল Md Farid Khan নামক  ফেইসবুক আইডি থেকে একটি ভিডিও ক্লিপ শেয়ার করে অপপ্রচার চলানো হয়,
মনিরুল ইসলাম এর নামে অপ্রচার
FAKE News 

 কনকাপৈত ইউনিয়ন এর দূর্গাপুর গ্রামের মনিরুল ইসলাম এর নামে,  ভিত্তিহীন ঐ ভিডিওতে দাবি করা হয় মনিরুল ইসলাম নাকি   আওয়ামী রাজনীতি করতো এবং রাজনৈতিক বিগত আওয়ামী শাসন আমলে দলীয় প্রভাব খাটিয়ে গুন্ডামী করতো। বাস্তব রুপ ভিন্ন মনির আওয়ামী রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলো না,  এক মিনিটের একটু বেশি  ঐ ভিডিও টি AI প্রযুক্তি দিয়ে তৈরি করা  কারণ যে এই ভিডিও টি তৈরি করেছে ভিডিও এবং ভিডিও ব্যাকরাউন্ড চরিত্রে  সাথে কোন মিল নেই।  বড় কথা ভিডিওতে  যিনি ভয়েজওভার দিয়েছেন সেখানে ও ভুল তিনি মনিরুল ইসলাম এর নামই ঠিকমত জানেন না,  নামের স্কিপ্ট হিসেবে ধরা হয়েছে মনির বাড়ি, ব্যাস্তবে এটা তার নাম নয়, ঐ  ভিডিও ক্লিপের মধ্যে একটি মিছিল এর দৃশ্য দেখা যায়,  মিছিল এর ব্যাকরাউন্ড সাউন্ড এ শুনা যাচ্ছে নৌকা নৌকা বলে স্লোগান আসলে এটা আওয়ামী লীগ এর কোন মিছিল এর দৃশ্য নয়, কারণ মিছিল এ যে ব্যাক্তিকে দেখা যাচ্ছে এটা ai দিয়ে তৈরি করা,  নৌকা নৌকা বলে স্লোগান দেওয়া ও ছবিতে থাকা ব্যাক্তির ঠোঁটের সাথে ছন্দের কোন মিল নেই,  এতএত এই ভিডিও টি সম্পুর্ন মিথ্যা এবং বানোয়াট,  কারণ মনিরুল ইসলাম, বাংলাদেশ জামায়াত ইসলামীর রাজনীতির সাথে সম্পৃক্ত,  দল, এছাড়া তার অতীত এবং বর্তমানে আর কোন রাজনৈতিক পরিচয় নেয়।
ব্যাক্তি হিসেবে তিনি ভদ্র এবং শান্ত প্রকৃতির মানুষ।
যারা এই মিথ্যা অপপ্রচার চালাচ্ছে তাদের মূল উদ্দেশ্য রাজনৈতিক ভাবে জনসাধারণের কাছে এবং দলীয় ভাবে হেও / খাটো করা। 
বিনীত অনুরোধ পোস্ট টি শেয়ার করুন,  এই মিথ্যা অপপ্রচারে কেউ যেন বিভ্রান্ত না হয়।

Previous Post Next Post

نموذج الاتصال