![]() |
১৪ বছরের বৈভবের তাণ্ডব |
আইপিএলের ইতিহাসে এক অবিশ্বাস্য রাতের সাক্ষী হলো ক্রিকেট বিশ্ব। রাজস্থান রয়্যালসের তরুণ ওপেনার সূর্যবংশী বৈভব মাত্র ১৪ বছর ৩২ দিন বয়সে গড়লেন একের পর এক রেকর্ড। বয়স নিয়ে কিছুটা সন্দেহ থাকলেও, মাটিতে তার ব্যাটিংয়ে কোনো সন্দেহের জায়গা রাখলেন না। মাত্র ৩৫ বলে সেঞ্চুরি তুলে নিয়ে আইপিএলের দ্বিতীয় দ্রুততম সেঞ্চুরির রেকর্ড নিজের করে নিলেন এই বিস্ময় বালক।
গুজরাট টাইটান্সের ২১০ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে বৈভব শুরু থেকেই আগ্রাসী ব্যাটিং করেন। আইপিএলে এটি ছিল তার মাত্র তৃতীয় ম্যাচ, আর সেখানেই তিনি যেন ঝড় তুললেন ব্যাট হাতে। ৩৫ বলে করা শতক আইপিএলের ইতিহাসে দ্বিতীয় দ্রুততম। এতদিন এই রেকর্ড ছিল ইউসুফ পাঠানের দখলে, যিনি ৩৭ বলে শতক করেছিলেন। বৈভব দু'বল কম খেলেই সেই কীর্তিকে পিছনে ফেলে দিলেন।
ঝড়ো ইনিংসে যা যা ঘটল:
৩৮ বলে ১০১ রান করে আউট
১১টি ছক্কা ও ৭টি চার
চতুর্থ ওভারে ইশান্ত শর্মাকে একাই মারেন ৩টি ছক্কা ও ২টি চার (ওভারে ২৮ রান)
পরের ওভারে ওয়াশিংটন সুন্দরের তিন বলে দুটি ছক্কা ও একটি চার
দশম ওভারে করিম জানাতের এক ওভারে হাঁকান ৩টি ছক্কা ও ৩টি চার (৩০ রান)
একাদশ ওভারে রশিদ খানকে ছক্কা মেরে পূর্ণ করেন সেঞ্চুরি
শুধু দ্রুততম সেঞ্চুরিই নয়, আইপিএলে সবচেয়ে কম বয়সে খেলার রেকর্ড, নিলামে উঠে দল পাওয়ার রেকর্ড এবং এবার সবচেয়ে কম বয়সে সেঞ্চুরির বিশ্বরেকর্ড — একের পর এক নজির গড়ছেন সূর্যবংশী বৈভব।
যতই বয়স নিয়ে সংশয় থাকুক না কেন, তার ব্যাটিং প্রতিভা নিয়ে কোনো সংশয় নেই। ক্রিকেট বিশ্ব এখন অপেক্ষা করছে, এই বিস্ময় বালক সামনে আর কী কী কীর্তি গড়ে সবাইকে তাক লাগাবেন।
Tags
খেলাধুলা