🔔 সর্বশেষ:
শিরোনাম ২৪...

অ্যান্ড্রয়েড ১৬ অপারেটিং সিস্টেম কবে আসছে, থাকছে কী কী সুবিধা

 

অ্যান্ড্রয়েড ১৬ অপারেটিং সিস্টেম কবে আসছে
Android 16 upcoming 

গুগল সাধারণত আগস্ট মাসে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের নতুন সংস্করণ উন্মুক্ত করে থাকে। তবে এবার নির্ধারিত সময়ের আগেই জুলাই মাসে অ্যান্ড্রয়েড ১৬ অপারেটিং সিস্টেম উন্মুক্ত করতে পারে প্রতিষ্ঠানটি।


 নতুন এ সংস্করণে নিরাপত্তা জোরদার করার পাশাপাশি ব্যাকগ্রাউন্ড অ্যাপ ব্যবস্থাপনায় উন্নয়ন এবং কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তিনির্ভর বিভিন্ন সুবিধা যুক্ত করা হবে বলে ধারণা করা হচ্ছে।

গুগল জানিয়েছে, আগামী ১৩ মে ‘দ্য অ্যান্ড্রয়েড শো’ শীর্ষক এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হবে। সেই অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে তুলে ধরা হবে অ্যান্ড্রয়েড ১৬-এর মূল সুবিধা ও পরিবর্তনগুলো। নতুন সংস্করণটির কোডনেম রাখা হয়েছে ‘বাকলাভা’। মধ্যপ্রাচ্যের জনপ্রিয় একটি মিষ্টির নামে রাখা হয়েছে কোডনেমটি।
অ্যান্ড্রয়েড ১৬–এর ডেভেলপার প্রিভিউ প্রোগ্রাম শুরু হয়েছে ২০২৪ সালের নভেম্বর মাসে। ইতিমধ্যে গুগল সংস্করণটির প্রাথমিক এসডিকে, সিস্টেম ইমেজ ও এপিআই ডকুমেন্টেশন ডেভেলপারদের জন্য উন্মুক্ত করেছে। নতুন সংস্করণে ব্যাকগ্রাউন্ড অ্যাকটিভিটি নিয়ন্ত্রণব্যবস্থায় বড় ধরনের পরিবর্তন আসছে। ফলে অপ্রয়োজনীয় অ্যাপগুলো স্মার্টফোনের ব্যাটারি ব্যবহার না করায় ফোনের চার্জ দ্রুত শেষ হবে না।


Previous Post Next Post

نموذج الاتصال