![]() |
সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশে বক্তব্য দিচ্ছেন মাওলানা মামুনুল হক |
ঢাকা, শনিবার:
চার দফা দাবি আদায়ে রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আজ শনিবার বিশাল মহাসমাবেশ করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। সমাবেশে সংগঠনটির যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক জোরালো ভাষায় বলেন, "আগামী দুই মাসের মধ্যে হেফাজতের নেতা-কর্মীদের বিরুদ্ধে দায়ের করা সব মামলা প্রত্যাহার করতে হবে এবং তাদের অবিলম্বে মুক্তি দিতে হবে।"
ভোর থেকেই দেশের বিভিন্ন জেলা থেকে নেতা-কর্মীরা মিছিলসহ সমাবেশস্থলে সমবেত হতে থাকেন। সকাল ৯টার দিকে শুরু হওয়া এই সমাবেশ চলে বেলা সোয়া ১টা পর্যন্ত।
মামুনুল হকের বক্তব্য:
মাওলানা মামুনুল হক বলেন, "নারীবিষয়ক সংস্কার কমিশন ইসলাম ও কোরআনের অবমাননা করেছে। আমরা চাই রাষ্ট্র তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করুক।"
তিনি আরও বলেন, "যদি মানবিক করিডরের নামে দেশের স্বাধীনতা লুণ্ঠনের চেষ্টা হয়, তাহলে দেশপ্রেমিক জনতা তা প্রতিহত করবে।"
হেফাজতের চার দফা প্রধান দাবি:
1. হেফাজত নেতাদের বিরুদ্ধে থাকা প্রায় ৩০০টি মামলা প্রত্যাহার।
2. ২০১৩ সালের শাপলা চত্বরে, ২০২১ সালের মার্চ ও ২০২৪ সালের জুলাই-আগস্টের হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করা।
3. নারীবিষয়ক সংস্কার কমিশন বাতিল করে আলেমদের সমন্বয়ে নতুন কমিশন গঠন।
4. সংবিধানের প্রস্তাবনায় আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস পুনঃপ্রতিষ্ঠা।
১২ দফা ঘোষণাপত্র:
সমাবেশে হেফাজতের নায়েবে আমির মাওলানা মাহমুদুল হক ১২ দফার একটি ঘোষণাপত্র পাঠ করেন। এতে সংবিধান, ধর্মীয় অবমাননা, ফিলিস্তিন ও ভারতের মুসলিমদের ওপর নিপীড়নের প্রতিবাদ, আওয়ামী লীগের বিচার এবং ইসলামবিরোধী গোষ্ঠীর স্বীকৃতি বাতিলসহ একাধিক গুরুত্বপূর্ণ দাবি তুলে ধরা হয়।
আগামী কর্মসূচি:
হেফাজতে ইসলামের মহাসচিব সাজিদুর রহমান বলেন, "অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই, জনগণের দাবি অবিলম্বে মেনে নিন। ইসলামের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র মেনে নেওয়া হবে না।"
তিনি ঘোষণা দেন, আগামী তিন মাসে বিভাগীয় সম্মেলন এবং ২৩ মে দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচি পালন করা হবে।