![]() |
যুক্তরাষ্ট্রের রণতরী |
যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরী ইউএসএস হ্যারি এস ট্রুম্যান থেকে দেশটির নৌবাহিনীর একটি এফ/এ-১৮ সুপার হর্নেট যুদ্ধবিমান সাগরে পড়ে গেছে। যুদ্ধবিমানটির বাজারমূল্য ৬ কোটি মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৭২৬ কোটি টাকা। সোমবার (স্থানীয় সময়) এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী এ তথ্য নিশ্চিত করেছে।
নৌবাহিনী জানিয়েছে, ইয়েমেনের হুতি বিদ্রোহীদের ছোড়া ক্ষেপণাস্ত্রের আঘাত এড়াতে ইউএসএস ট্রুম্যান হঠাৎ বড় একটি বাঁক নেয়। এ সময় যুদ্ধবিমানটি ডেক থেকে টেনে নেওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে সাগরে পড়ে যায়। এ ঘটনায় একজন নাবিক সামান্য আহত হয়েছেন।
ঘটনার সময় যুদ্ধবিমানটি রণতরীর হ্যাঙ্গারে রাখা ছিল এবং সেটিকে টেনে নেওয়ার সময় ব্যবহৃত ট্রাক্টরসহ উভয়ই সাগরে পড়ে যায়। নৌবাহিনী আরও জানায়, ঘটনার সময় ক্রুরা তাৎক্ষণিক ব্যবস্থা নিয়ে জীবন রক্ষা করতে সক্ষম হন। বর্তমানে বিষয়টি নিয়ে তদন্ত চলছে।
উল্লেখ্য, হুতি বিদ্রোহীরা সম্প্রতি দাবি করেছে, তারা ইউএসএস ট্রুম্যানকে লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। যুক্তরাষ্ট্রও এ বিদ্রোহীদের দমন করতে বড় ধরনের সামরিক অভিযানে অংশ নিচ্ছে এবং ইউএসএস ট্রুম্যান বর্তমানে লোহিত সাগরে অবস্থান করছে।
এ ঘটনায় নজর কাড়া বিষয় হলো, এই যুদ্ধবিমানের মতো এফ/এ-১৮ সুপার হর্নেটের প্রতিটির দাম প্রায় ৬ কোটি ডলার। এ ছাড়াও, যুক্তরাষ্ট্রের এক কর্মকর্তা জানিয়েছেন, গত মার্চের মাঝামাঝি সময় থেকে সাতটি এমকিউ-৯ র্যাপার ড্রোন হারিয়েছে মার্কিন সেনাবাহিনী। প্রতিটি ড্রোনের দাম প্রায় ৩ কোটি ডলার।
এর আগেও গত ডিসেম্বরে ইউএসএস ট্রুম্যানের আরেকটি এফ/এ-১৮ বিমান ভুলবশত ইউএসএস গেটিসবার্গ রণতরীর মাধ্যমে ভূপাতিত হয়েছিল। তবে সেসময় দুই পাইলট নিরাপদে বেরিয়ে আসেন।
বিশ্লেষকরা মনে করছেন, হুতি বিদ্রোহীদের বাড়তে থাকা প্রযুক্তিগত সক্ষমতা ও হামলার পরিমাণ এই অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতিকে দিন দিন ঝুঁকির মুখে ফেলছে।